
নিজস্ব প্রতিবেদক : করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে তিনি মাস্ক বিতরণ করছেন। এলাকায় ঘুরে ঘুরে তিনি এ সেবা দিচ্ছেন। বৃহস্পতিবার পর্যন্ত চার হাজার মাস্ক তিনি বিতরণ করেছেন বলে জানা গেছে। জনগণকে সচেতন করতেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাজারে বাজারে গিয়ে তিনি মাস্ক তুলে দিচ্ছেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অধ্যাপক আহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। বিপদে-আপদে মানুষের পাশে থেকেছি। বিভিন্ন সামাজিক কাজ করার চেষ্টা করেছি। করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ববোধ থেকে আমার প্রাণপ্রিয় পৌরবাসীর পাশে দাঁড়িয়েছি। মাস্ক বিরণ করছি। স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করছি। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের সেবা করবেন বলেও তিনি জানান।
–এসবি/সানি