সাইফুল ইসলাম সানি: সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের (এসপিইউএফ) পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার চাকলাপাড়া, লাঙ্গুলিয়া ও পৌর এলাকার তিনটি পরিবারকে তিনটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
সেলাই মেশিনপ্রাপ্তরা হলেন- চাকলাপাড়া গ্রামের বাদশা মিয়া, লাঙ্গুলিয়া গ্রামের প্রবাস ফেরত বিজু মিয়া ও সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রবাস ফেরত আবদুর রাজ্জাকের পরিবার।
সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত অতিথিবৃন্দ
এসময় সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম, শহীদ পাশা, শহীদুল ইসলাম, সহ-সভাপতি রাসেল আল মামুন, সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ তালুকদার, বর্তমান ইউপি সদস্য আবদুর রউফ তালুকদার, সংগঠনের দাড়িয়াপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা শামিম আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
–এসবি/সানি
Leave a Reply