নিজস্ব প্রতিবেদক: সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দেলোয়ার শিকদারের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় তাঁর লেখা “কথা ছিল” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চর্যাযোগী প্রিন্সিপাল আলীম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, অধ্যাপক বাবুল আকতার, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ইমদাদুল হক, অধ্যাপক জুলহাস উদ্দিন, অধ্যাপক আলীম মাহমুদ জুনিয়র, কবি সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হোসেন সজল, কালের কণ্ঠ শুভ সংঘের উপদেষ্টা হাসান আজাদ, সাংবাদিক আল রাজিব,শিক্ষানবিশ আইনজীবী শেখ মোহাম্মদ হাসনাত, ডিঅমসের সাবেক সভাপতি হাবিবুর রহমান ইমন, ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাবেক ভিপি আবদুর রউফ
সাংবাদিক সিরাজুস সালেকীন সিফাত, অধ্যাপক দেলোয়ার শিকদার ও তাঁর কন্যা মেডিক্যাল শিক্ষার্থী আবিদা হাসান অংকন। অনুষ্ঠানের শুরুতেই দেলায়ার শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply