দাড়িয়াপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন, আসিফ সভাপতি-খোকন সম্পাদক

সাইফুল ইসলাম সানি: সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনছার আলী আসিফকে সভাপতি এবং খোকনুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আসিফ ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং খোকনুর রহমান খোকন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। -ছবি: সখীপুর বার্তা

সম্মেলনে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও এসএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি’র  সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রাকিব শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাইফুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য দেন।

এসময়় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসবি/ডেস্ক

Author: sp-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *