নিজস্ব প্রতিবেদকঃ দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে সখীপুর থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ডাক বাংলো চত্বরে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি আমির হোসেনের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার(বাসাইল-সখীপুর) সার্কেল আব্দুল মতিন, ওসি তদন্ত লুৎফুল কবির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সেকেন্ড অফিসার বদিউজ্জামান, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার, অকিল প্রিয় সরকার, রবিন্দ্র বর্মন বক্তব্য দেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার আবদুল মতিন বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে, পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ বছর উপজেলায় ২৯ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply