
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার তিনটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় উপজেলার গজারিয়া ও বহুরিয়া ইউনিয়নে আহবায়ক কমিটি এবং কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওইসব ইউনিয়নে ছাত্রলীগের মেয়াদ ও কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ কারণে উপজেলা ছাত্রলীগের জরুরি সভায় বহুরিয়া ইউনিয়নে মোশারফ হোসেনকে আহ্বায়ক ও গজারিয়া ইউনিয়নে মাসুদ রানাকে আহ্বায়ক করে ৩১ সদস্যের পৃথক দু’টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কাকড়াজান ইউনিয়নে মফিজুল ইসলাম সভাপতি ও শিমুল শিকদারকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।