নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আন্তর্জাতিক দাতা সংস্থা কিন্ডারনটহিলফে (কেএনএইচ) জার্মানির অর্থায়নে এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালনায় বিগত জুলাই ২০১৮ খ্রিঃ থেকে ” প্রোমোটিং চাইল্ড রাইটস থ্রু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিসিআরসিডিপি) নামে একটি প্রকল্প উপজেলার কালিয়া এবং কাকড়াজান ইউনিয়নে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক উন্নতির মানদন্ডে নারীদের ক্ষমতায়ন, শিশু অধিকার ও সুরক্ষা উন্নীতকরণে কাজ করে আসছে। বিশ্বব্যাপী করোনার এই মহামারীতে কাকড়াজান এবং কালিয়া ইউনিয়নের ১৫০০ টি দরিদ্র পরিবারের মাঝে করোনা কালীন ত্রাণ সামগ্রী বিতরন কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে কালিয়া ইউনিয়ন পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. কামরুল হাসান, আন্তর্জাতিক দাতা সংস্থা কেএনএইচ – জার্মানির ন্যাশনাল কোর্ডিনেটর (সেল্ফ হেল্ফ এপ্রোচ) মিসেস ম্যাটিল্ডা টিনা বৈদ্য, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান মুকুল, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের পিসিআরসিডিপি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. ইউনূস সাংমা, মনিটরিং এ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার মিঃ বিপ্লব দাশ, প্রোগ্রাম অর্গানাইজার মিস মলি দত্ত প্রমুখ। করোনা কালীন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবন, আধা কেজি ডিটারজেন্ট পাউডার, ৫ টি মাস্ক ও ২ সাবান। এখন পর্যন্ত দুই ইউনিয়নের করোনা কালীন ত্রাণ সামগ্রী বিতরনের কাজ সম্পন্ন হয়েছে ৫৫৪ টি পরিবারে এবং এই কর্মসূচি চলবে আগামী ৮ ই অক্টোবর ২০২০ খ্রিঃ পর্যন্ত। এই সময়ের মধ্যে সর্বমোট ১৫০০ টি পরিবার এই সহায়তা পাবেন।
Leave a Reply