নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকারিয়া (৪০) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জাকারিয়া বৈলারপুর গ্রামের নুরে আলম মিয়ার ছেলে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জাকারিয়া বৈদ্যুতিক ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে বাঘেরবাড়ি এলাকায় মেইন লাইনের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply