নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে শেখ রাসেল স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেল স্মৃতি সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি কায়সার শিকদারের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহমদ আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, শেখ রাসেল স্মৃতি সংঘের উপদেষ্টা কামরুল হাসান আজাদ, শাহরিয়ার রিপন, ডাঃ সুজন শিকদার, ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাংগঠনিক সম্পাদক আহমেদ কামাল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সদস্য জাহিদ হাসান ও আফজাল হোসেন হৃদয়।
Leave a Reply