নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াসিম(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে বড়চওনা-ধইন্যাজানি সড়কের বাঘেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াসিম ওই এলাকার প্রবাসী আব্দুস সবুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওয়াসিম সোমবার সকালে বাড়ির পাশে শিশুদের সাথে খেলতে যায়। এসময় বড়চওনা-ধইন্যাজানি সড়ক পারাপার হতে গেলে একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃতু হয়। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, এঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply