
নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার্স ক্লাব বুধবার রাতে ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। একই অনুষ্ঠানে বুধবার যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারিকে বরণ করে নেন অফিসার্স ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু সভাপতিত্ব করেন। বিদায়ী ইউএনও আসমাউল হুসনা লিজা, নবাগত ইউএনও চিত্রা শিকারি, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, এসি ল্যান্ড হা-মীম তাবাসসুম প্রভা, ওসি আমির হোসেন, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, সাবেক সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা আ.লীগের সভাপতি মোসলিমা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল জলিল, কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান প্রমুখ বক্তব্য দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম অনুষ্ঠান উপস্থাপনা করেন। পরে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।