নিজস্ব প্রতিবেদক: সখীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক -সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রকৌশলী আতাউল মাহমুদ, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, ওসি তদন্ত লুৎফুল করীর, সাবেক মক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, প্রেসক্লাবের সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, চেয়ারম্যান আনছার আলী আসিফ, শিল্পী মোশাররফ হোসেন, ডিঅমসের সভাপতি ইসমাম শাফি প্রমুখ বক্তব্য দেন। নবাগত ইউএনও চিত্রা শিকারী তাঁর বক্তব্যে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিংসহ নানা অনিয়ম ও অসংগতির বিষয়ে কোন ছাড় না দেওয়ার ঘোষণা দেন। তিনি সখীপুরকে সবদিক থেকে তীলোত্তমা ও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।