নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে মেধাবী শিক্ষার্থীরা। সোমবার বিকেলে মুখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। ১৯-২০ সেশনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে সখীপুরের যেসব শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাঁরা এ মানববন্ধন কর্অংমসূচিতে অংশ নেন। কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন যোগ দেন। মানববন্ধনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খলিলুল্লাহ পল্লব, মাহফুজ তালুকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওফিল নীরব, পারভেজ শিকদার ও রংপুর মেডিক্যালের আসিফসহ অনেকেই অংশ নেন। তাঁরা ধর্ষকদের বিচার ও ধর্ষণবিরোধী নানা শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফ্যাস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
Leave a Reply