নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলার ছোটচওনা স্টুডেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে ওই সংগঠনের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আলহাজ মাহবুবুর রহমানকে সভাপতি ও এফ এম মহসিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৪৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। ওই সংগঠনের আহ্বায়ক ও যুগ্ম আহবায়কের স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে ওই সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ মাহবুব হোসেন বলেন, মানবতার সেবায় আমাদের এই এসোসিয়েশন কাজ করে। আমরা সব সময় অসহায় দুস্থদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও যেন অসহায়দের পাশে থাকতে পারি এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি।
Leave a Reply