সোমবার, জুন ৫, ২০২৩
Homeসখীপুরটাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি অনুপম জয় করোনায় আক্রান্ত

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি অনুপম জয় করোনায় আক্রান্ত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রীর তামান্না মোহসিন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ঢাকার নিজ বাসাতে আইসোলেশনে রয়েছেন। অনুপম শাহজাহানের স্ত্রী বলেন, কয়েক দিন আগে জ্বর অনুভব হওয়ায় তিনি গত মঙ্গলবার নমুনা দেন। বুধবার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে।
তবে তামান্না মোহসিন দাবি করেন, অনুপমের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সবার কাছে স্বামীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জয়ের চাচা জুলফিকার হায়দার কামাল বলেন, তাঁর রোগমুক্তির জন্য আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সব মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত আগস্টে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগ–মনোনীত বর্তমান সাংসদ জোয়াহেরুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এক মাস ভর্তি ছিলেন। বর্তমানে তিনি সুস্থ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img