
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সেই বিধবা মালেকার পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। সোমবার বিকেলে ওই সংগটনের পক্ষ থেকে তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় ব্যবসায়ী আ. রাজ্জাক সিকদার, শাহজালাল মিয়া, বকুল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। ওই সংগটনের পক্ষ থেকে জানা যায়, সখীপুর উপজেলার শ্রীপুর-রাজনীতি মোড় এলাকার প্রবাসীরা মিলে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। তাদের সমন্ময়ে চলে সংগঠনটি। মূলত মানবতার সেবায় অসহায়দের পাশে থাকাই তাদের কাজ। এর ধারাবাহিকতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিধবা মালেকাকে নিয়ে সংবাদ প্রকাশ হলে তারা ওই বিধবার পাশে দাঁড়ায়। ভবিষ্যতে দুস্থ্য ও অসহায়দের পাশে থেকে সেবা করা চেষ্টা করা হবে বলেও তারা জানান। এজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।