ইসমাইল হোসেনঃ সখীপুরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একটি ভেকু বিনষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ডাবাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার ডাবাইল গ্রামে পাহাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে একটি ভেকুটি বিনষ্ট করা হয়। এসময় ভেকুর কাজে সহযোগিতা করায় ওই এলাকার কামাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)ও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালু মহল ও ব্যবস্থাপনা আইনে এ দন্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply