সখীপুরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা শহরে কিডনি এ্যায়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) -এর উদ্যোগে এ সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে ‘কিডনি বিকল ভয়াবহ ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ক্যাম্পস এর সভাপতি ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ও কিডনি বিভাগের প্রধান ডা. এমএ সামাদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন সখীপুর পরিষদের উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, আমিন শরীফ সুপন প্রমুখ।
কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ সামাদ বলেন, দেশে অন্যান্য সেবা কেন্দ্রের চেয়ে কিডনি সেবা কেন্দ্রের সংখ্যা খুবই কম। এই চিকিৎসা থানা পর্যায়ে দেশের প্রত্যন্ত এলাকায় পৌছে দেওয়ার লক্ষ্যেই এ উপজেলা শাখা প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও জানান, শাখাটি চালু হওয়ায় এ এলাকাসহ আশপাশের প্রত্যন্ত গ্রামের মানুষ খুব স্বল্প খরচে এই সেবা গ্রহণ করতে পারবে।

এসবি/সানি

Author: sp-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *