নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে তৃণমূল ভোটগ্রহণ পদ্ধতিকে গঠনতন্ত্র বহির্ভূত দাবি করেছেন তিন মনোয়ন প্রত্যাশী। একই সঙ্গে ওই তৃণমূল ভোটকে প্রহসনমূলক বলে সংবাদ সম্মেলনও করেছেন তারা। রোববার দুপুরে মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মিঞা, আবদুল আলীম ও জাহাঙ্গীর তালুকদার সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, সখীপুরে মনোয়নের প্রার্থী নির্বাচনে যে তৃণমূল ভোট হয়েছে তা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদারের ভাতিজা জাহাঙ্গীর তারেকও মনোনয়ন প্রত্যাশী। সে হিসেবে ওই তৃণমূল নির্বাচনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা নয়। কিন্তু তিনি নিজে উপস্থিত হয়ে ভোটারদের প্রভাবিত করেছেন। এছাড়া কয়েকটি ওয়ার্ড কমিটিকে এখনো অনুমোদন দেয়নি পৌর আওয়ামী লীগ। ওইসব ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরাও ভোট দিয়েছেন। ওই মিটিংয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককেও থাকতে দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে ওই তিন প্রার্থী আরো জানান, আমাদের কোনো প্রকার সময় না দিয়ে তড়িঘড়ি করে ভোট সম্পন্ন করায় আমরা তাৎক্ষনাৎ ওই বাছাই প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছি। এক প্রশ্নের জবাবে প্রতিবাদকারী মনোয়ন প্রত্যাশী মুহাম্মদ আব্দুল আলীম বলেন, এখন আমরা ওই বাছাই নির্বাচন বাতিল করে পুনরায় সঠিক প্রক্রিয়ায় প্রার্থী বাছায়ের দাবি করছি।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, সকলের উপস্থিতিতে নিয়ম মেনেই তৃনমূল ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি।
Leave a Reply