নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো.জাহাঙ্গীর আলম খান (গোলাপফুল প্রতীক) ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি মো. ইউসুব আলী ( ছাতা প্রতীক) পান ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান (হাতপাখা প্রতীক ) ৯২ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল লতিফ মিন্টু (আনারস প্রতীক)পান ৫৯ ভোট। মোট ১৬৯ জন ভোটারের মধ্যে ভোটাধীকার প্রয়োগ করেছেন ১৬৪ জন। বাকী ৩ জন মারা গেছেন। আর ২ জন বিদেশ অবস্থান করছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, বাহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, আব্দুল জব্বার চেয়ারম্যান, সাংবাদিক আমিনুল ইসলাম, কাউন্সিলর দোলোয়ার সিকদার।