নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সখীপুর পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র পদে বতর্মান মেয়র ও জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। বুধবার দুপুরে সরকারি মুজিব কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড প্রদক্ষিণ করে। পরে মুখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মেয়র হানিফ বক্তব্য দেন। মেয়র হানিফ বলেন, সখীপুর মুক্তিযুদ্ধের সুতিকাগার। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দুইবার মেয়র হয়ে পৌরবাসীর সেবা করার চেষ্টা করেছি। তাই দল আমাকে পুনরায় মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩য় বার পৌরসভাটি উপহার দিতে পারবো। শোভাযাত্রায় প্রায় ৬শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
Leave a Reply