
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর রাইসা ওরফে বুশরা নামের দুই বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের একটি রান্না ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে। হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশীর বিরোধ চলছিল। সোমবার বিকেল ৫ টা থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ১০ টার দিকে তাদের এক প্রতিবেশীর রান্না ঘরের মাচার উপর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে সখীপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) সাইদুল হক ভূঁইয়া শিশুটির মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত শেষে শিশুটির মৃত্যু এবং তার প্রকৃত কারণ জানা যাবে। প্রকৃত কারণ জানতে পুলিশি কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।