নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বোন জামাইদের হামলায় দুই সহোদর আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়িচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুজ্জামান লিটন (৪৯) ও মনিরুজ্জামান লিক্সন (৪১) ওই এলাকার মৃত মারফত আলীর ছেলে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুজ্জামান লিটন ও মনিরুজ্জামান লিক্সনের বোনদের সাথে ওয়ারীশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বোন জামাই আশরাফ আলী ও সোলাইমান মিয়া তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির পাশে জমিতে সাইন বোর্ড সাটায়। এতে বাধঁা দিতে গেলে লিটন ও লিক্সন আহত হয়।
আহত নুরুজ্জামান লিটন বলেন, বাবা মারা যাওয়ার পর দুই বোন নাসরিন আক্তার শিল্পী ও শসমিতা আক্তার রুজিকে ৪৭ লাখ টাকা ওয়ারীশ দেওয়া হয়েছে। ওয়ারীশের ওই টাকা দেওয়ার পরও তাদের আরও চাহিদা রয়েছে। সেই চাহিদা না মেটাতে পারায় আমাদের উপর হামলা চালিয়েছে।
বড় বোন নাসরিন আক্তার শিল্পী বলেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা আমাদের প্রাপ্ত সম্পত্তি না দিয়ে দখল করে খাচ্ছে। ওই সম্পত্তি কথা বলতে গেলে তারাই আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।