নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে এ দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি এ.কে সাইদুল হক ভূঁইয়া, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার এমও গণি, বীর মুক্তিযোদ্ধা ও কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকারসহ ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক সকল কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
Leave a Reply