
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা ও তাঁর নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামে ঘটনা ঘটে। নিহত দাদার নাম জালাল উদ্দিন (৬১) ও নাতির নাম শরিফুল ইসলাম (৭)। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আমড়াতৈল গ্রামের জালালউদ্দিন তাঁর প্রবাসী ভাগনের বাড়িতে মাটি ওঠানোর জন্য ট্রাক ভাড়া করেন। সেই মাটিবোঝাই ট্রাকের ওপর চড়ে জালাল উদ্দিন ও তাঁর নাতি শরিফুল ইসলাম যাচ্ছিলেন। পথে ঝাঁকুনিতে দাদা ও নাতি ট্রাক থেকে পড়ে ঘটনাস্থলেই নাতি শরিফুল নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় দাদা জালাল উদ্দিনকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তিনিও মারা যান। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে বলেও তিনি জানায়।
স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, নিহত শরিফুলের বাবা জামাল উদ্দিন একসঙ্গে ছেলে ও বাবার মৃত্যুর খবর শুনে অচেতন হয়ে পড়েন। আমড়াতৈল গ্রামে দাদা-নাতির জোড়া মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।