
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কচুয়া চাঁদের হাট শিক্ষা ক্যাম্পাসে সোমবার দুপুরে মা সমাবেশ ও ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। “মায়ের সু-স্বাস্থ্য মানেই পরিবারের সু-স্বাস্থ্য”। এ উদ্দেশ্য সামনে রেখেই মা সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় সাংসদ এ্যাড.জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে- “ভিপি জোয়াহের মিলনায়তন, আমাদের কলেজ, হাজী নায়েব আলী দাতব্য হাসপাতাল,জ্ঞান অন্বেষা লাইব্রেরীর” উদ্বোধন করেন। প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, ডা. এমএ সামাদ, ডা. শাহনাজ বেগম নাজ, ডা. আবু ইদ্রিস, ডা. জাকিয়া ইসলাম জ্যোতি ও অধ্যাপক মোসলিমা খাতুন উপস্থিত ছিলেন।