নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দিনব্যাপী গজারিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ১ হাজার ৭০ জন দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রয়াত আহম্মেদ হোসেন মাস্টার স্মরণে তাঁর পুত্র রিপন তালুকদার ব্যক্তিগত উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করেন।
বিতরণকালে এসএম চাঁন মাহমুদ, কামরুল হাসান বাবুল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মানিবুর রহমান, সোহেল তালুকদার, রাজিব আহমেদসহ স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রয়াত আহম্মেদ হোসেন মাস্টারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
-এসবি/সানি