নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পাঁচদফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে ১১তম গ্রেডে বেতন প্রদান এবং পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের ন্যায় পদোন্নতি প্রদান, এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা।

মানববন্ধনে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ উপজেলা শাখার সভাপতি এমএ হাশেম, সাধারণ সম্পাদ আবদুস ছবুর মিয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
-এসবি/সানি