সখীপুর বার্তা ডেস্ক: সখীপুর পৌরসভার ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। একই দিন সখীপুুুর পৌরসভাসহ দেশের ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি’র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
তিনি বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।
ইসি’র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর আরো বলেন, এ ধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
–এসবি/সানি
Leave a Reply