ইসমাইল হোসেনঃ তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সখীপুর পৌরসভা নির্বাচনে কে পাবেন আঃলীগের দলীয় মনোনয় তা আজ জানা যাবে।
এর আগে দলীয় মনোনয় পেতে ৬ জন প্রার্থী মনোনয় ফরম ক্রয় করেন। এরা হলেনঃ
বর্তমান মেয়র ও জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহমদ আলী, অধ্যাপক আব্দুুুল আলীম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ইতালি উত্তর রোম আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক কিবরিয়া সজীব। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব মনোনয়ন ফরম ক্রয় করেন।
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।
Leave a Reply