নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন
জেলা আ.লীগের সদস্য ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। শনিবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন প্রদান করা হয়। এর আগে তিনি মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয় পেয়ে দুইবার মেয়র নির্বাচিত হন। প্রসঙ্গত,৩য় ধাপে দেশের ৬৪টি পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।
Leave a Reply