নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরা হলেনঃ বর্তমান মেয়র ও জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহমদ আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ইতালি উত্তর রোম আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক কিবরিয়া সজীব। অন্যদিকে সংরক্ষিত মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করে। আগামী ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।
Leave a Reply