নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ সমাবেশ ও আনন্দ মিছিলের আয়োজন করে। পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তালতলা চত্বরে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।