
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী সভাপতিত্ব করেন। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-পরিচালক মাজহারুল ইসলাম সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার আবাসিক মেডিক্যাল অফিসার শাহিনুর আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
-এসবি/সানি