শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরস্বাস্থ্যকর্মীদের টানা কর্মবিরতিতে সখীপুরে টিকাদান কর্মসূচি বন্ধ

স্বাস্থ্যকর্মীদের টানা কর্মবিরতিতে সখীপুরে টিকাদান কর্মসূচি বন্ধ

- Advertisement -spot_img

ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলার আটটি ইউনিয়নের ১৪৪টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। বেতনবৈষম্য নিরসন ও গ্রেড পরিবর্তনের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের টানা ১৪ দিন কর্মবিরতির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। জানা যায়, ১৪ দিন ধরে আন্দোলনকারীরা কাজে যোগ না দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালন করছেন। উপজেলার ইন্দারজানী গ্রামের গৃহবধূ লাভলী বেগম জানান, চলতি সপ্তাহের মধ্যে তার সন্তানকে পরবর্তী ডোজের টিকা দেওয়ার কথা। কিন্তু সবকটি কেন্দ্রে কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। পরে অনেক কষ্ট করে বিকল্প ব্যবস্থায় টিকা দেওয়া হয়েছে। উপজেলা দাবি বাস্থবায়ন কমিটির সভাপতি ও স্বাস্থ্য সহকারী কামাল হোসেন বলেন, দাবি আদায় না হলে এবং কেন্দ্রীয় সিন্ধান্ত না আসলে টিকাদানে অংশ নেওয়া সম্ভব হবে না।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুর আলম জানান, স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে এই মুহূর্তে হাম-রুবেলাসহ ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের অবস্থান থেকে সরে না এলে বিকল্প ব্যবস্থায় হাম-রু বেলা টিকাদান কর্মসূচি বাস্থবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img