নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজার উদ্যোগে এ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ শিকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহর জাতীয় পার্টির সভাপতি আয়নাল সিকদার, সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, রাজু তালুকদার, জাতীয় ছাত্রসমাজ উপজেলা শাখার সভাপতি নাদিম মাহমুদ, শহর শাখার সভাপতি গোলাম রাব্বানী, সাব্বির হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক ওমর খৈয়ম, সাইদুর রহমান রাসেল, শাহ মোঃ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখঃ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব আল মামুন গত ২৯ শে ডিসেম্বর কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply