সখীপুরের ইন্দারজানির একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে একটি বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে একদল চোর উপজেলার ভাতগড়া গ্রামের দানেছ আলীর মেয়ে বানেছার বাড়ির দরজা তালা কেটে কৌশলে ভেতরে ঢোকে। তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *