সখীপুরে অধিকাংশ গ্রামীণ সড়কে মাটি পড়েনি, ৪০ দিনের কর্মসূচি ৩০ দিনেই শেষ!

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অধিকাংশ গ্রামীণ সড়কেই সংস্কারের মাটি পড়েনি। অথচ কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচি মাত্র ৩০ দিন পর স্থগিত করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা জানিয়েছেন, কর্মসূচি চলাকালীন হঠাৎ কেন কাজ বন্ধ করা হলো এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নির্দেশেই কাজ বন্ধ করা হয়েছে বলে তারা জানান।

জানা যায়, গত ২৬ নভেম্বর একযোগে উপজেলার ৮টি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ শুরু হয়। কর্মসূচি চলাকালীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর পিআইও’র নির্দেশে হঠাৎ কাজ বন্ধ করে দেয়া হয়। ফলে ইউপি সদস্য ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক গ্রামীণ কাঁচা সড়ক সংস্কারের আগেই কাজ বন্ধ করায় স্থানীয় ইউপি সদস্যরাও নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন শ্রমিক প্রতিদিন কাজের বিনিময়ে ২০০ টাকা মজুরি পান। এর আগে ওই ২০০ টাকা থেকে ২৫ টাকা করে সঞ্চয় রাখা হতো। কিন্তু এবার সঞ্চয় ৫০ টাকা করে রাখা হচ্ছে। এত অল্প মজুরি থেকে ৫০ টাকা করে সঞ্চয় রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধিকাংশ শ্রমিক।

বহেড়াতৈল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলেম উদ্দিন বলেন, কাজ বন্ধের কোন কারণ জানানো হয়নি, এ বিষয়ে পিআইও মহোদয় বলতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম বলেন, কর্মসৃজন প্রকল্পের কাজের মেয়াদ ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রকল্পের তালিকা দেরিতে আসায় কাজটি ৪০ দিন পূর্ণ হওয়ার আগেই বন্ধ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বাকী কাজ শেষ করা হবে। অন্যদিকে, এবার সরকারি নীতিমালাতেই সঞ্চয় ২৫ টাকার স্থলে ৫০ টাকা করা হয়েছে। এ নিয়ে ধোঁয়াশা বা সন্দেহের কোন অবকাশ নেই।

এসবি/ডেস্ক

Author: sp-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *