নাছিরুল ইসলাম: সখীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের মাঠে প্রবাসী মানবিক সংগঠনের আয়োজনে এ ক্যাম্প উদ্বোধন করা হয়। ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী আতাউল মাহমুদ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, খন্দকার রফিকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা নিতে আসা লেবু মিয়া জানান, এখানে ডাক্তার দেখিয়েছি। তাদের সেবায় আমি সন্তুষ্ট। সেবা দিতে আসা চিকিৎসক ডা. মো. আরাফাত ইসলাম জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে গর্ববোধ করছি। এ ধরনের কার্যক্রমের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রবাসি মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশি ভাইদের আর্থিক সহায়তায় এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত করার চেষ্টা করবো।
Leave a Reply