
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, শিক্ষানুরাগী ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলার পলাশতলী কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওই কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও হতেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ এম এ রউফ, কালিয়া ইসলামি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজার, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল, পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু সাঈদ সিদ্দিকী, সুরীরচাল আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। এসময় কাকড়াজান ইউনিয়ন আ.লীগের সভাপতি আ.খালেক মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ফরিদুজ্জামান, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. দেলোয়ার হোসেন, ইউপি সদস্য শাহ আলম মিয়া, আব্দুস সামাদ মেম্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে ওই কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।