নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বংকী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রতিমা বংকী জনতা বাজার এলাকায় এসব উপহার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সজীব আহমেদের সঞ্চালনায় ও রুবেল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, বহেড়াতৈল ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ওয়াদুদ হোসেন, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর আবদুল মালেক মিঞা, জহির স্টিল অ্যান্ড রি-রোলিং লিমিটেডের সিইও হুমায়ুন কবির, মুনতাহা স্টিল মিলস্ লিমিটেডের ম্যানেজার মিনহাজ উদ্দিন, সাউথ আফ্রিকা প্রবাসী সানোয়ার হোসেন, কন্ঠশিল্পী জীবন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের পক্ষ থেকে ওই এলাকার শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দেয়া হয়।
–এসবি/সানি
Leave a Reply