সখীপুর ও বাসাইলে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ বাসাইল-সখীপুরে(টাঙ্গাইল-০৮) জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে এ উপলক্ষে বাসাইল উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে ওইদিন বিকেলে সখীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দুটি অনুষ্ঠানেই কেন্দ্রিয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়
বাসাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. তোফাজ্জল হোসেন , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, এড. আকবর আলী সখীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, আয়নাল সিকদার, ফরমান আলী মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় কাজী আশরাফ সিদ্দিকী বলেন, জাতীয় পার্টি যেদিকে যায়, দেশের রাজনীতিও সেদিকে যায়। আগামীতে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। জনগণ কী চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শক্তি অর্জন করতে হবে। জাতীয় পার্টি জন্ম থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসময় প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের জন্য দোয়া করা হয়।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *