নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ উপলক্ষে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৩ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে মুক্তার ফোয়ারা চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহমদ আলী, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন প্রমুখ বক্তব্যদেন। অন্যদিকে শহর ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ র্যালি করা হয়।
এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক ও শহর ছাত্রলীগের সভাপতি তানভীর সেলিম বক্তব্য দেন। এ সময় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ উপমহাদেশের সবচেয়ে প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পদার্পণ করল।