নিজস্ব প্রতিবেদক: সরকারি সাদত কলেজের প্রিন্সিপাল ও চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদের ৫৭ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানাতে আবাহন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, সখীপুর বার্তা পরিবার, উপজেলা লেডিস ক্লাব, উপজেলা মহিলা আওয়ামী লীগ, সাহিত্য পত্রিকা খেয়া পরিবারসহ সখীপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । কেক কাটা শেষে বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. তাহমিনা খান, সহ-সম্পাদক সুহৃদ সায়েম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুসলিমা খাতুন, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সরকারি মুজিব কলেজের অধ্যাপক দেলুয়ার শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, প্রধান শিক্ষক আলী আহম্মেদ রোজদী, কবি ও গবেষক এমরান হাসান, সরকারি মুজিব কলেজের প্রভাষক আলীম মাহমুদ জুনিয়র, মহিলা অনার্স কলেজের প্রভাষক শরিফুল ইসলাম হান্নান, হাতিয়া ডিগ্রি কলেজ প্রভাষক মোজাম্মেল হক সজল, ব্যাংক কর্মকর্তা কাজী রফিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজন আলী হাসান।
প্রফেসর আলীম মাহমুদ দীর্ঘ দিন ধরে চর্যাপদ নিয়ে গবেষণা করে যাচ্ছেন। বর্তমানে সখীপুরের কচুয়া এলাকায় চাঁদের হাট নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করে যাচ্ছেন। এছাড়া তিনি একাধারে কবি, উপন্যাসিক, প্রবন্ধকার, রেডিও, টেলিভিশনের গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী।
–এসবি/সানি
Leave a Reply