
নিজস্ব প্রতিবেদকঃ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন করার অভিযোগ এনে এক কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। সম্প্রতি সখীপুর প্রেসক্লাবে পৌরসভার ৭ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী মীর আবু শামা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
আবু শামা জানান, গেল পৌরসভা নির্বাচনে আমি ৭ নং ওয়ার্ডের একমাত্র আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলাম। এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকে ৮৫০ ভোট পেয়েছেন। অথচ আমি একমাত্র আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হওয়া সত্বেও পেয়েছি মাত্র ৪২৭ ভোট। স্থানীয় আওয়ামী লীগ নেতারা একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিএনপি সমর্থিত বাসেদ শিকদার ও কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত আশরাফের পক্ষে কাজ করে। ফলে এই ওয়ার্ডে আওয়ামী লীগের ভোট থাকলেও আমাকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করা হয়েছে। আমি স্থানীয় বতর্মান সংসদ সদস্যের একজন একনিষ্ঠ কর্মী হওয়ায় একটি পক্ষ আমাকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করেছে।