নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ২৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তক্তারচালা বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইমরুল ইসলাম রুহুল(৪২) ও মাসুদ মৃধা(৩০) নামের দুই যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করে সখীপুর থানা পুলিশ। পুলিশ জানায়, ইমরুল ইসলাম রুহুল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে। মাসুদ মৃধা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আবু বক্কর মৃধার ছেলে।
সখীপুর থানা পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) এর মামলা করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply