নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সখীপুর উপজেলায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একে সাইদুল হক ভূইয়া প্রথম এই করোনা টিকা গ্রহণ করেন। এ সময় সখীপুর-বাসাইলের সাংসদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ এছাড়া উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী , পৌরসভার নব নির্বাচিত মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুস সোবহান ও সখীপুর থানার তদন্ত ওসি লুতফুল কবীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply