নিজস্ব প্রতিবেদকঃ করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” স্লোগানে সখীপুরে আন্তার্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও গুড নেইবারস্ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ এ কে সাইদুল হক ভূঁইয়া, ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, মহিলা আ. লীগের সভাপতি মোসলিমা খাতুন, ইউ.সি.সি.এ লিঃ এর চেয়ারম্যান কে.বি.এম রুহুল আমীন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল জলিল,সমবার কর্মকর্তা খোদেজা খানম সহ প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply