নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গড়বাড়ি বাজার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.খালেক মাষ্টারের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সংবর্ধীয় অতিথি তারিকুল ইসলাম বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মেম্বার, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক শুকুর মেলেটারি, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহসিন জিন্টু প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply