নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শফি (৩৮)। গত ৩০ জানুয়ারির নির্বাচনে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। নির্বাচনের পর বিজয় মিছিলে নারীকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারে শফিকুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুল ওয়ারেজের পক্ষে প্রচারে অংশ নেন তাহমিনা পারভীন মিনা। এ নিয়ে শফিকুল ও তাঁর সমর্থকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ওই নির্বাচনে বিজয়ী হলে কাউন্সিলর শফিকুলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। নির্বাচনে বিরোধিতা করায় ক্ষুব্ধ শফিকুল ও তাঁর সমর্থকরা একজন পুরুষকে শাড়ি পরিয়ে তাঁর গায়ে তাহমিনা পারভীন মিনার পরিচয় সেঁটে দিয়ে উল্লাস করে। এ সময় মিছিলকারীরা মিনার নামে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যও করতে থাকে।